রাজশাহীতে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৩:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৩১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কাশিয়াডাঙ্গা সেন্টার পাড়ার এক বাসায় স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) রাতের দিকে রাজশাহীর স্বর্ণপট্টিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণ এবং নগদ ১০ হাজার ৬৭০ টাকা উদ্ধার হয়ছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির মোঃ মিজানুর রহমান (২৮) রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের মৃত মুরশিদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি বেলা সোয়া ১২ টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টাপাড়ার আলহাজ্ব মো. মতিয়ার রহমানের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। চুরি করে পালানোর সময় তাদের মধ্যে একজন ভুলক্রমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ফেলে যায়। পরে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা হয়। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর চৌকষ দলের সহায়তায় চোরদের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর নাম ঠিকানা ও ছবি সংগ্রহ করেন।
এদিকে আসামী মিজানুর রহমান গত সোমবার ৩১ জানুয়ারি রাতে রাজশাহীর স্বর্ণপট্টিতে চুরি করা স্বর্ণ বিক্রি করতে আসলে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে তা জানতে পেরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আসামী মিজানুর রহমান জানায়, তার স্ত্রীসহ আরো দুইজন মহিলা এই চুরির ঘটনার সাথে জড়িত। তারা দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া সেজে চুরি করে আসছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।