ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা ও পানি ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা ও পানি ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ নীতিমালা পরিবর্তন এবং কৃষকবান্ধব পানি ব্যবস্থাপনার দাবিতে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের নিয়ে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টার সময় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে তানোর, গোদাগাড়ী, পবা উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনটি সবুজ সংহতি রাজশাহী, বরেন্দ্র কৃষক জন সংগঠন সমন্বয় কমিটি, সচেতন নাগরিক কমিটি ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কিছু বৈষম্যমূলক নিয়ম নীতির কারণে কৃষক পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খাস পুকুর, দীঘি এবং জলাধারগুলো ইজারা প্রথার নামে প্রভাবশালীরা দখলে নেয়। সেখানে প্রান্তিক মানুষসহ কৃষকের পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বরেন্দ্র ডিপগুলো প্রভাবশালীরা ডিপের অপারেটর হিসেবে নিয়োগ পায়। ডিপের অপারেটর নিয়োগে কৃষক সমিতিকে গুরুত্ব দেওয়া হয় না। ফলে সঠিক সময়ে পানি না পাওয়া, পানির দাম বেশি নেওয়াসহ নানা অনিয়ম দেখা দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম, কৃষক খায়রুলইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি আলমাস, সবুজ সংহতির সভাপতি ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী, আদিবাসী যুব নেত্রী সীমা মার্ডি, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা ও পানি ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা ও পানি ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ নীতিমালা পরিবর্তন এবং কৃষকবান্ধব পানি ব্যবস্থাপনার দাবিতে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের নিয়ে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টার সময় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে তানোর, গোদাগাড়ী, পবা উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনটি সবুজ সংহতি রাজশাহী, বরেন্দ্র কৃষক জন সংগঠন সমন্বয় কমিটি, সচেতন নাগরিক কমিটি ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কিছু বৈষম্যমূলক নিয়ম নীতির কারণে কৃষক পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খাস পুকুর, দীঘি এবং জলাধারগুলো ইজারা প্রথার নামে প্রভাবশালীরা দখলে নেয়। সেখানে প্রান্তিক মানুষসহ কৃষকের পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বরেন্দ্র ডিপগুলো প্রভাবশালীরা ডিপের অপারেটর হিসেবে নিয়োগ পায়। ডিপের অপারেটর নিয়োগে কৃষক সমিতিকে গুরুত্ব দেওয়া হয় না। ফলে সঠিক সময়ে পানি না পাওয়া, পানির দাম বেশি নেওয়াসহ নানা অনিয়ম দেখা দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম, কৃষক খায়রুলইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি আলমাস, সবুজ সংহতির সভাপতি ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী, আদিবাসী যুব নেত্রী সীমা মার্ডি, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ।