রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং
- আপডেট সময় : ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ৪১ বার পড়া হয়েছে
রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা- ২০২২ উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৪ টার সময় ব্রিফিং প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়। আগামীকাল ১২ মার্চ হতে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী জেলার প্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে।
পুলিশ সুপার বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) দিকনির্দেশনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়াটি গতবারের মত এবারও স্বচ্ছতার সাথে সফলভাবে সম্পন্ন করা হবে। ব্রিফিং প্রদান শেষে পুলিশ সুপার মহোদয় নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অফিসারদের নিয়ে প্রস্তুতি পর্বের সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।