ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নামেই মামলা করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের নামে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান এই মামলার বাদী।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) এবং রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল।

পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলেও জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন। মামলা দায়েরের পর তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০১:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নামেই মামলা করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের নামে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান এই মামলার বাদী।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) এবং রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল।

পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলেও জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন। মামলা দায়েরের পর তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।