রাজশাহীতে ঋত্বিকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি
- আপডেট সময় : ০২:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে ঋত্বিকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রস্রষ্টা ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছেন রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান। ঋত্বিক কুমার ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী এবং ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা ভাঙ্গার প্রতিবাদে ভগ্নস্তুপেই ৪-৬ নভেম্বর ২০২৪ তিন দিনব্যাপী ‘ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শণী’র এ আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। চলচ্চিত্রস্রষ্টা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটায় রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের দক্ষিণ দিকের ভেঙ্গে ফেলা কক্ষগুলোর দেয়ালে ঋত্বিক কুমার ঘটকের ছবি, তার নির্মীত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’ এগুলোর পোস্টার রং তুলির সাহায্যে চিত্রায়িত করা হয় ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীতে।
বুধবার ঋত্বিক ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন এর সমাপনী দিনে রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে মুঠোফোনে কল দিয়ে বলেন “মাসুদ ভাই, দক্ষিণের দেয়ালে কি সব এঁকেছেন সেটা মুছে দিয়ে যাবেন।”
ঋত্বিকের দেয়ালচিত্র মুছে ফেলা এবং রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অপপ্রচার যেমন- ‘তথাকথিত ভাঙা বাড়ি কারও ব্যক্তিগত সম্পদ নয়, বরং হোমিও কলেজের নিজস্ব সম্পত্তি’ আরেকটি ফেস্টুনে লেখা, ‘ভূমিদস্যুদের কবল থেকে হোমিও কলেজকে রক্ষা করুন’ এসব বিষয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের সভাপতি টুকটুক তালুকদার এর সাথে সাক্ষাৎ করলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী এ জমির মালিক ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা দেবী। ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় থেকে আবার ঋত্বিক ঘটককে ভূমিদস্যু বানানোর অপচেষ্টা রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ চালিয়ে যাচ্ছেন। তিন দিনব্যাপী (০৪-০৬ নভেম্বর) ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শণী আয়োজনের সমাপণী দিনে ঋত্বিকপ্রেমীরা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙ্গা, ঋত্বিককে নিয়ে অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জমিটি দ্রুত অবমুক্ত করে ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার আবহকে কেন্দ্র করে ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণ করার দাবী জানান। যেখানে থাকবে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’, ‘ঋত্বিক ফিল্ম ইন্সটিটিউট’, ঋত্বিক সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, এক্সিবিশন গ্যালারি, বিভিন্ন ধরণের ল্যাব, গ্রন্থাগার, প্রভৃতি।
সমাপণী দিনের ঋত্বিক আলোচনায় ঋত্বিক কুমার ঘটকের দর্শন, চলচ্চিত্র, কাজ ও জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, মোহাম্মদ তাওকীর ইসলাম, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, ডিরেক্টরস এন্ড এ্যাক্টরস গিল্ড রাজশাহীর সভাপতি ওয়ালিউর রহমান বাবু।
ঋত্বিক কুমার ঘটকের নির্মীত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ এর প্রদর্শনীর মাধ্যমে এবারের ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সমাপনী হয়।