রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০
- আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০
রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৯ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৬ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, দামকুড়া থানা-৩ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে মোট ৯৪ গ্রাম হেরোইন, ১২০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।