রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্ৰগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন-৩৭ এর সংসদ সদস্য আদিবা আনজুম মিতা। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্ৰাম অফিসার রাশেদা পারভিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।
এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।