রাজনীতি থেকে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি দুলুর
- আপডেট সময় : ১০:০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
রাজনীতি থেকে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি দুলুর
নাটোরে গণহত্যার জন্য রাজনীতি থেকে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামীলীগ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। কোটা আন্দোলনের সময় আওয়ামীলীগ হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এই গণহত্যার জন্য আওয়ামীলীগেকে নিষিদ্ধ করা হোক। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় এই দাবি তুলে বক্তব্য দেন দুলু।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুলু পত্মী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, কোটা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বায়ক মোহম্মদ জনি প্রমুখ।
প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে নাটোর জেলা বিএনপির শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত এই সমাবেশে সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, দাউদার মাহমুদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুসহ হাজার হাজার নেতা কর্মী সকাল থেকেই জনসভাস্থলে এসে ভির করেন। বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে ভিজেই বক্তৃতা করেন দুলু। দলের হাজার হাজার নেতা কর্মীরাও বৃষ্টিতে ভিজে দুলুর বক্তৃতা শোনেন।
এ সময় বিএনপি নেতা দুলু অর্ন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করা সহ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত না হয়ে প্রতিরোধে কাজ করার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন। যারা তার নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারী দেন তিনি।