রাঙ্গামাটিতে শব্দচাষের সাংস্বৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ৪১ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে শব্দচাষের সাংস্বৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে শব্দচাষের সাংস্বৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটির আবৃত্তি সংগঠন শব্দচাষের আয়োজনে বুধবার (৩০ মার্চ) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শব্দচাষ আবৃত্তি সংগঠনের সভাপতি সুরাইয়া রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটির সভাপতি মনসুর আহম্মেদ, কবি হাসান মনজু, কবি মনির আহমেদ,কবি সুকৃতিজ ভট্টাচার্য্য, কবি নীতিভূবন চাকমা প্রমূখ।
আলোচনাসভা শেষে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।