রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন!
- আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন! জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি রাঙ্গামাটি পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম।
সদর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
সমাবেশ শেষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিএনপি।