রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

- আপডেট সময় : ০৬:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২
রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ছয় চাকার ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলার সীমান্ত সড়কের আর্যাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
নিহতরা হলেন- নোয়াচান চাকমা (৫০), নেবারন চাকমা (৩২), লেট্টউদো চাকমা (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার বড় কচুছড়ি এলাকায়।
আর আহতরা হলেন, গাড়ি চালক সুমন চাকমা (৩০), ও সোহেল চাকমা (৩৫)। আহতরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কংকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ির কচুছড়ি নামক এলাকা থেকে বাসাবাড়ির কাজের জন্য সেগুন কাঠবোঝাই একটি ট্রাক্টর সমিলে নিয়ে যাচ্ছিল। ওই গাড়িতে চালকসহ মোট ৫ জন ছিল। পথে উপজেলার আর্যাপুর জিরো পয়েন্ট এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নোয়াচান চাকমা, নেবারন চাকমা ও লেট্টউদো চাকমা নামের তিনজন শ্রমিক নিহত হন। এসময় ট্রাক্টর চালক সুমন চাকমা ও সোহেল চাকমা নামে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। মরদেহ দাহকার্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার বিষয়ে কোনও অভিযোগ পাইনি তবে আমরা ঘটনাস্থল ও মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।