রাঙামাটিতে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২অক্টোবর) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।
রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মোক্তার আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা ও প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর। সন্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।