রাকসুর তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
রাকসুর তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্নাঙ্গ তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৫মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ‘রাবি সংস্কার আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পূর্ণাঙ্গ আবাসিকতা ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে, রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা দেখার সুযোগ নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসে ৭দিনে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে, রাবি মেডিকেলকে পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা, সকল প্রশাসনিক কার্যক্রম অনলাইনের আওতায় আনা, হল ডাইনিংয়ে খাবারের ভর্তুকি প্রদান, কেন্দ্রীয় লাইব্রেরির প্রয়োজনীয় সংস্কার ও পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনকে শৃঙ্খলাবদ্ধ ও যৌক্তিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যে দাবিগুলো পূরণ করা সম্ভব সেই দাবি পূরণ এবং যেগুলোর জন্য সময় প্রয়োজন সেগুলোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, প্রশাসনের সাড়া না পেলে পরবর্তীতে ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব, যার মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং দেয়ালিকা লিখন। এরপর ২৯ জুন থেকে চূড়ান্ত কর্মসূচি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘ মার্চ ফর রাইটস’ ঘোষণা করা হবে। যার আওতায় থাকবে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ের চূড়ান্ত কর্মসূচি।
সংবাদ সম্মেলন শেষে প্রশাসন বরাবর স্মারক লিপি জমা দেওয়ার কথা বলেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাকসু পথনকশা অনুযায়ী ২৮ এপ্রিল খসড়া ও ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৫ মে মনোয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই, ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে চলতি বছরের জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা বলা হয়েছে।