ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়েই বাংলাদেশকে বিদায় দিলেন ‘রাসেল’
- আপডেট সময় : ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ৪১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়েই বাংলাদেশকে বিদায় দিলেন ‘রাসেল’। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ না করেই উড়াল দিলেন রাসেল। সবারই জানা ছিল উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল এবারের আসরের পুরো বিপিএল খেলবেন না।
শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় নিজের ফেরার কথা সুনিশ্চিত করেন আন্দ্রে রাসেল। এসময় তিনি মিনিস্টার ঢাকাকে শুভকামনা জানিয়েছেন।
রাসেল বলেন, আমি আশা করছি, সবাই অনেক ভালো করবে এবং আমাদের দল চ্যাম্পিয়ন হবে। আপনারা সবাই ঢাকাকে সমর্থন করে যাবেন। আমি দূর থেকেই বাকি ম্যাচগুলোতে উপভোগ করবো। আমার ফিটনেস সমস্যা নিয়ে ডালাসে কিছু কাজ করবো। কিন্তু আমি যতদিন বিপিএলে খেলেছি খুবই উপভোগ করেছি।
শেষ মূহুর্তে অলরাউন্ডার রাসেল বলেন, আজকের (শুক্রবারের) ম্যাচটা বৃষ্টিতে পন্ড হয়েছে। যাওয়ার আগে আমি ভেবেছিলাম দর্শকদের বিনোদন দিব, কিন্তু সেটা দূর্ভাগ্যবশত আর হলো না।
শুক্রবার ঢাকা বনাম কুমিল্লার ম্যাচ বৃষ্টির পেটে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে খুশি থাকতে হয়েছে উভয় দলকে। আর এই ম্যাচে না খেলতে পারার আক্ষেপ নিয়েই বাংলাদেশকে বিদায় বলতে হচ্ছে রাসেলকে। শনিবার (৫ ফেব্রুয়ারী) আকাশযানে চেপে যাবেন এই ক্যারিবিয়ান।