মোহনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
- আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম এস এম আব্দুর রহিম। তিনি নওগাঁ জেলার সান্তাহার জি এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
মোহনপুর থানা পুলিশ জানায়, শিক্ষক আব্দুর রহিম মোটরসাইকেল যোগে নওগাঁর সান্তাহার থেকে রাজশাহী আসছিলেন। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে মোটরসাইকেলটি আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষেবঘটনাস্থলে শিক্ষকের মৃত্যু হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।