মোহনপুরে রাতে দু’টি বাড়িতে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

- আপডেট সময় : ০১:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে
মোহনপুরে রাতে দু’টি বাড়িতে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি
রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রাতে অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতবাড়ির টিভি, ফ্রীজসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রোববার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করেন।
সোমবার (৯ জুন) সকালে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার দুর্গাপুর মধ্যেপাড়া গ্রামের দুই সহোদর বদের উদ্দিন ও আহাদ আলীর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রোববার রাত ১১ টায় দিকে আগুন লাগিয়ে দেয়। এতে করে দু’টি বাড়ির নগদ টাকা, টিভি ফ্রীজ, ধান, চালসহ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দু’টি বাড়িতে আগুন লাগার ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।