মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু!
- আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু!
এম এম মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করতে গিয়ে পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামে সরকারি একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো- মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের রুবেল হোসেনের ৫ বছরের ছেলে রজব আলী ওরফে শাহিন ও তার বাড়িতে বেড়াতে আসা একই বয়সের তারই খালাতো ভাই নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রজব আলী শাহিন ও কেয়া শনিবার সকালে একসাথে খেলতে বের হয়। অনেক সময় থেকে তাদের দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। বাড়ির আশেপাশে তাদের সন্ধান করে না পেয়ে বাড়ির পাশের সরকারি পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এরই একপর্যায়ে পুকুরের পানিতে শাহীন কে ভাসতে দেখে। তাকে উদ্ধারের পর পানির নিচে থেকে কেয়াকে উদ্ধার করে তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রজব এবং কেয়া কে মৃত বলে ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, তারা দুজনেই শিশু হওয়ায় তারা সাঁতার জানতো না। সে কারণে পুকিরের ধারে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা সেহেতু শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেয়া হছেছে।