মোহনপুরে দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিলো নারীর প্রাণ!

- আপডেট সময় : ০৪:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
মোহনপুরে দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিলো নারীর প্রাণ!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়ক পার হতে গিয়ে পুষ্প রানী নামের ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বিদ্যাধরপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পুষ্প রানী রাজশাহীর বাগমারা উপজেলার বুজরুকোলা গ্রামের শ্রী অনিল কুমারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আত্নীয় শীতেন এর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন পুষ্প রানী। এ সময় রাজশাহীর দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কায় পুষ্প রানী সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক পুষ্প রানীকে মৃত্যু বলে ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল ঘটনার।সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলার পর লাশ হস্তান্তর করা হয়েছে।