ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরের নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্বার, মাদক কারবারির ১ বছর কারাদণ্ড দেবীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় সেচ দিয়ে আমন চারা রোপন করেছে কৃষক নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে অস্ত্র মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার দিনাজপুরে কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি দরিদ্র্যতা দমাতে পারেনি জুঁইকে, এসএসসিতে পেলেন জিপিএ-৫, স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার

মোহনপুরে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬ জনকে কারাগারে প্রেরণ

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬ জনকে কারাগারে প্রেরণ

রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আয়োজিত সালিসি বৈঠকের সময় দেশি অস্ত্র ও ককটেলসহ ছয়জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ছয়জন হলেন- মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরীর নওদাপাড়া মহল্লার সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার মো. বাপ্পি (৩০), একই এলাকার মো. পাপ্পু (২৮) ও মিনহাজুল ওরফে সোহান (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের মারুফ মোর্তুজা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সালিস বৈঠকে বসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সালিস চলাকালে হঠাৎ করে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি সেখানে পৌঁছান এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। আটকদের তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দেশি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় উত্তেজনা দেখা দিলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় তাঁদের। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। রাতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আটকদের কাছে কিছু দেশি অস্ত্র এবং ছয়টি ককটেল পাওয়া গিয়েছিল। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬ জনকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

মোহনপুরে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬ জনকে কারাগারে প্রেরণ

রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আয়োজিত সালিসি বৈঠকের সময় দেশি অস্ত্র ও ককটেলসহ ছয়জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ছয়জন হলেন- মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরীর নওদাপাড়া মহল্লার সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার মো. বাপ্পি (৩০), একই এলাকার মো. পাপ্পু (২৮) ও মিনহাজুল ওরফে সোহান (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের মারুফ মোর্তুজা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সালিস বৈঠকে বসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সালিস চলাকালে হঠাৎ করে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি সেখানে পৌঁছান এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। আটকদের তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দেশি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় উত্তেজনা দেখা দিলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় তাঁদের। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। রাতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আটকদের কাছে কিছু দেশি অস্ত্র এবং ছয়টি ককটেল পাওয়া গিয়েছিল। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।