মোহনপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ৪০ বার পড়া হয়েছে
মোহনপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধিঃ
মোহনপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার। রাজশাহীর মোহনপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সোয় ১২ টায় গৃহবধুর বাবার বাড়ি উপজেলার সিন্দুরী গ্রাম থেকে পরকিয়া অবস্থায় এলাকাবাসি ওই যুবককে আটক করে থানা পুলিশের হাতে দেন। গৃহবধূর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত যুবক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন (২৪)।
এলাকাবাসির সূত্রে জানা গেছে, গৃহবধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবকের সাথে পরিচয় হয়। স্বামী ঢাকার গাজিপুরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ও অসুস্থতার অজুহাত দেখিয়ে বাবার বাড়িতে অবস্থান করে আকাশের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি কয়েকদিন তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন। রোববার রাতে গৃহবধু বাবার বাড়িতে শারিরিক মেলামেশা করা অবস্থায় এলাবাসি আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গৃহবধূকে উদ্ধার ও আকাশকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে গৃহবধুর স্বামী মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করি। স্ত্রী আমার কাছে ছিল। পরে অসুস্থতার কথা বললে তাকে বাড়িতে রেখে আসি। গত মাসে থেকে আমি গাজিপুরে গার্মেন্টসে এসে কাজ করতে থাকি। গত বৃহস্পতিবার সকালে ফোনে কথা বলার পর আর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারিনি। হঠাৎ সোমবার (১৪ ফেব্রুয়ারি) শুনছি স্ত্রী অন্য যুবকের সাথে প্রেম করায় আটক হয়ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গৃহবধুর বাবা মামলা করায় আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণ অভিযোগ থাকায় গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।