মোহনপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা
- আপডেট সময় : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
মোহনপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলার গলায় ফাঁস দিয়ে মোনারুল ইসলাম মোনা (২৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আমরাইল উত্তরপাড়া গ্রামের তমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোনারুল ইনলাম মোনা এক বছর পূর্বে মোহনপুর উপজেলা কাশিমালা গ্রামের স্বপ্না খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মোনারুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে মোনারুল ইসলামকে তালাক দিয়ে স্ত্রী তার বাবার বাড়ী চলে যায়। তারপর থেকে মোনারুল ইসলাম মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর যেকোন সময় বাড়ির পার্শে এনতাজ আলীর নিম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় ইউডি মামলা দায়ের পর লাশ উদ্ধার করে ময়না জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।