মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সমাবেশ বন্ধের দাবিতে আবেদন
- আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সমাবেশ বন্ধের দাবিতে আবেদন
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সুধি সমাবেশ বন্ধের দাবিতে নির্বাহী অফিসার কাছে অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মোহনপুর উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, আগামি শনিবার মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সুধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকাকে প্রধান অতিথি করা হয়েছে। আওয়ামীলীগের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদ দাতা ভূমিদস্যু দখলদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠিত সুধী সমাবেশের যোগদান না করার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকরা। সুধী সমাবেশকে কেন্দ্র করে এলকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও হরিগাছী মৌজার দাগ নম্বর-২০৪ এর ১১ শতক জমি দীর্ঘদিন ধরে কেশরহাট উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর স্কুলের জমিটি মোটা অংকের টাকা বিনিময়ে শফিকুল ইসলামকে দখল দিয়েছেন।
কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুজ্জামান বলেন, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকসহ এলাকার সুধীজনদের নিয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে সুধী সমাবেশ বন্ধের দাবিতে অভিযোগের বিষয়ে আমার জানা নেই। স্কুলের জমির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে স্কুল কতৃপক্ষ জমিটি ভোগ দখল করতেন। মামলার পর থেকে শফিকুল জমিটি ভোগ দখল করছে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, যেহেতু আমি কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমার কাছে উপস্থাপন করলে বিষটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।