মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার

- আপডেট সময় : ০৩:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৬২৯ বার পড়া হয়েছে
মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার
সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সিদ্ধান্তক্রমে সভাপতি মশিউর রহমানের স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার প্রত্যাহারের চিঠি সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে পাঠানোর হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষতায় থাকা অবস্থায় গত ২০২৪ সালের ২৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামানকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। তারপর তিনি প্রধান শিক্ষকের বিষয়টি আমলে নিয়ে এডহক কমিটির সিদ্ধান্তক্রমে রেজুলেশনর মাধ্যমে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুজ্জামানকে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মশিউর রহমান বলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিয়ে কমিটির সিদ্ধান্তক্রমে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।