মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র সচিবকে অব্যাহতির দাবি

- আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র সচিবকে অব্যাহতির দাবি
রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিকে অব্যাহতির দাবিতে পরীক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ থাকার পরেও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে সহিদুজ্জামান ১৩ বছর কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা কেশরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিবের পদ থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের পদ থেকে সহিদুজ্জামানকে অব্যাহতির দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।