মোহনপুরে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
মোহনপুরে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ মো: শামসুজ্জোহা বেলালের বিরুদ্ধে মাদক,নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অভিযোগ উঠেছে। তাকে অপসারণ ও দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়াও অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারি বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগে এলাকাবাসি এবং কলেজের শিক্ষক কর্মচারীরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১ টার সময় প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মো: শামসুজ্জোহা বেলাল কলেজে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি লাপাত্তা হয়ে যান। এখন তিনি স্বপদে ফেরার চেষ্টা করছেন।
শিক্ষক-শিক্ষার্থীরা আরও বলেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল মাদকসহ নারী কেলেঙ্কারির সাথে জড়িত। ইতঃপূর্বে তিনি মাদক ও নারী কেলেঙ্কারির জন্য জেল-হাজতে ছিলেন। তার আর্থিক অনিয়ম এবং শিক্ষক নিয়োগ শিক্ষক ব্যাণিজ্যসহ সিন্ডিকেট করে অনিয়ম-দুর্নীতি চালিয়ে যান। কলেজ এমপিও ভুক্ত করার নাম করে কয়েক দফা শিক্ষক কর্মচারীর কাছ থেকে মোটা অংকের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে অবিলম্বে অধ্যক্ষকে স্থায়ীভাবে অপসারণ, কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলটির নেতাদের সঙ্গে সখ্য কাজে লাগিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করে আসছেন।
প্রভাষক মো: এনতাজ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌগাছি কলেজের দাতা সদস্য মো: ফেরদৌস আলী, সামাজ সেবক নুরুল ইসলাম মন্ডল, বকুল হোসেন, নুরুল ইসলাম, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, মির্জা দৌলাতুননাহার আশা, জিয়াউর রহমান, জান্নাতুন ফেরদৌস শরিফুল ইসলাম,আশরাফ আলী প্রমুখ।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসুজোহা বেলালের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৌগাছি কলেজের অধ্যক্ষ মো: শামসুজ্জোহা বেলাল বলেন, আমার বিরুদ্ধে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে, সেগুলো সত্য নয়। আমার মান ক্ষুন্ন করার কয়েকজন শিক্ষক কর্মচারী মিলে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আসল তথ্য বের হয়ে আসবে।