মোহনপুরে অভিযান চালিয়ে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ
- আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
মোহনপুরে অভিযান চালিয়ে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিন মজুদ রেখে ব্যবসা করে আসছিলেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা করেন। এর আগে সকাল ১০ টার দিকে কেশরহাট বাজারের কামার পট্টিতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় পৌর এলাকার ফুলশো গ্রামের আব্দুল মতিনের টিন সেড ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কেশরহাট বাজারে সরকারি জায়গায় দোকান করায় তা উচ্ছেদ করা হয়েছে। পরে ফুলশো গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানার ৯০ বস্তা পলিথিন জব্দ করে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।