মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মামাকে পিটিয়ে আহত
- আপডেট সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মামাকে পিটিয়ে আহত
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাবেক সেনা সদস্য বাবা ও মামাকে পিটিয়ে আহত করে বখাটেরা। এসময় বখাটেদের হামলায় ইভটিজিংয়ের শিকার মেয়েটিও আহত হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিজার্পুরদীঘা গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১০ টার দিকে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন মেয়ের বাবা সাবেক সেনা সদস্য জাহিদ হাসান।
জাহিদ হাসান জানান, শুক্রবার সন্ধ্যার সময় বাড়ির সামনের আঙ্গিনায় আমার মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে খেলা করছিল। এসময় পাশের মাঝদীঘা গ্রামের ৬/৭ জন বখাটে যুবক এসে তার মেয়েকে অশোভন ইঙ্গিত করা সহ উত্যক্ত করে। আমি ও আমার শ্যলক বেলাল হোসেন এর প্রতিবাদ করলে তারা আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এসময় আমার মেয়ে এগিয়ে গেলে তাকে পেটানো হয়। এতে আমরা তিনজনই আহত হই। পরে এব্যাপারে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে ওই মেয়ের বাবা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।