মিঠুর পক্ষে সুধী সমাবেশে জনতার ঢল
- আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভা।
সেই ধারাবাহিকতায় শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুজ্জামান মিঠুকে সমর্থন দিয়ে স্থানীয়দের আয়োজনে ব্রহ্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৈউখালি এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সুস্থ রাজনীতি ও জনকল্যাণমুখী কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বক্তারা আশরাফুজ্জাম মিঠুকে চেয়ারম্যান পেতে আগ্রহ প্রকাশ করে বক্তারা বলেন, জনগণের সঠিক অধিকার নিশ্চিত করনে একমাত্র মিঠুই যোগ্য প্রার্থী।
সুধী সমাবেশে বক্তব্য প্রদান কালে মিঠু বলেন, জনগণই আমার শক্তি,জনগণই আমার প্রেরণা। আপনাদের দোয়া ও সমর্থন ও একনিষ্ঠ উপস্থিতিতে আমি কৃতজ্ঞ।
৪ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি রুবেল উদ্দিনের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ৪ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বিদ্যুৎ ৩ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মকবুল সরদার, সাধারন সম্পাদক আফজাল সরদার, যুবলীগ নেতা আলম হোসেন,আফাজ মাস্টারসহ প্রমূখ।