মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই

- আপডেট সময় : ১১:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই। বিভিন্ন কারণেই ভেঙে যেতে পারে অনেক স্বপ্নে শুরু করা রঙিন সংসার। এমন ঘটনায় খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তিন ভাই একসঙ্গে যদি তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয়।
এমন অবাক করা ঘটনা বাস্তবেই ঘটেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন। হৃদয়বিদারক ঘটনার কারণে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন বলে রোববার (২০ ফেব্রুয়ারী) গালফ নিউজ এর এক প্রতিবেদন সূত্রে জানা যায়।
আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে তিন ভাই-ই তাদের স্ত্রীদের উপর ক্ষিপ্ত হয়ে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।
জানা গেছে, ওই তিনভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।
এদিকে, ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।