সংবাদ শিরোনাম ::
মান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
মান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁর মান্দায় দেড়শতাধিক অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামের মাঠে মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চলের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চল, বিএনপিনেতা কহিম উদ্দিন শাহ, গিয়াস উদ্দিন মৃধা, সাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় রেজাউন নবী চঞ্চল বলেন, তীব্র ঘন কুয়াশা ও কনকনে শীতের মধ্যে গরিব অসহায় শীতার্ত মানুষের খুব কষ্ট হচ্ছে তাই আমার নিজ উদ্যোগ থেকে এসব বিতরণ করছি আমি যেন আগামীতেও এভাবে সবার মাঝে আরো বেশি কম্বল বিতরণ করতে পারি সবাই দোয়া করবেন।