মান্দায় ভালাইন ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে
- আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
মান্দায় ভালাইন ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে
নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশ ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।
ভালাইন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডি এম আঃ মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, মান্দা ইউনিয়ন যুবদল আল মামুন, পরানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, বিষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ভালাইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় ভালাইন ইউনিয়ন যুবদলের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।