মান্দায় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
মান্দায় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে পূজা মন্দিরের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সকল হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে ইউপি চেয়ারম্যানের নিজ চেম্বারে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব । প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন , পিড়াকৈর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুস্তম আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী জগদীশ চন্দ্র প্রামাণিক (মাস্টার ) , মান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী সুনিল কুমার (মাস্টার) , তেঁতুলিয়া ডি.বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী সুশীল কুমার , তেঁতুলিয়া ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবলু কুমার প্রমুখ।
শেষে তেঁতুলিয়া ইউনিয়নের ১৮ টি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ইউপি চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমন কামরুল নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন ।