মান্দায় কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
মান্দায় কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় দুদিন ব্যাপি কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মান্দা শাখা এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। দুদিন ব্যাপি এ পরীক্ষার প্রথমদিন বাংলা ও গনিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মান্দা শাখার সভাপতি আব্দুল মতিন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও নার্সারী থেকে চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে ১০টি স্কুলের ২১৬জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বৃত্তি প্রদান করা হবে।