মাদক ব্যবসায়ী ও মামলার আসামী মাদ্রাসা কমিটির সভাপতি; প্রতিবাদে মানববন্ধন!
- আপডেট সময় : ০৯:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ৩৯০ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টার ও ফজলুর রহমান পলাশ, লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর দাখিল মাদ্রাসায় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার মূল ফটকে দাড়িয়ে এলাকাবাসী এ মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। মানব বন্ধন অনুষ্ঠানে অপর সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন সুমন বলেন, লালপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবাসাযী জিয়াউর রহমানকে মাদ্রাসার সুপারের যোগসাজসে এডহক কমিটির সভপতি নির্বাচন করে। সে একজন লালপুর উপজেলার থানার নোটিশ বোর্ডে ঝুলানো চিহ্নিত মাদক ব্যবসায়ী। থানা পুলিশও জানে সে একজন মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এব্যাপারে অত্র প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভাবে এলাকার বাইরের লোক এনে মানববন্ধন করেছে।