মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা

- আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা
“The evidence is clear: Invest in prevention. Break the cycle” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উৎসববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় উৎসববন্ধন। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসববন্ধন এর শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ সহ অনেকে।
আলোচনা সভায় মাদকের কুফল তুলে ধরে এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।