মাঘের বৃষ্টিতে জনজীবনে আবারও স্থবিরতা
- আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
শৈত প্রবাহ কেটে গেলেও মাঘের শেষে লাগাতার বৃষ্টিতে বিপাকে পড়েছেন উত্তরের জেলা নাটোরের মানুষ। শীতের তীব্রতা কমার পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিতে আবারও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
মধ্য রাতে মুষলধারে বৃষ্টিপাতের পর শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই অবিরাম বৃষ্টির কারনে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। গত দুই দিন শীত কম থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। কাজের সন্ধানে বের হতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।
শীতজনিত সমস্যা দূর হওয়ার পর ফিরে আসা স্বস্তিতে আবারও ভাটা পড়েছে শ্রমজীবী মানুষের। কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন দুর্ভোগে।
শুক্রবার সকালে রাস্তায় কোন মানুষ না থাকায় রিক্সা ও অটো রিক্সা চালকরা যাত্রী না পেয়ে হতাশা প্রকাশ করেছে। যে দুই একটি অটো বা রিক্সা আছে তারাও যাত্রী পাচ্ছে না। আবার অনেকে রিক্সা বা অটোরিক্সা না পেয়ে গন্তব্যে যেতে পারছে না।
তবে এই বৃষ্টিতে গম ,ভুট্টা,সহ উঠতি রবি ফসলের উপকার হবে বলে জানিয়েছেন কৃষকসহ স্থানীয় কৃষি কর্মকতার্রা।