মহাদেবপুর রাস্তার নির্মান কাজের উদ্বোধন

- আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
মহাদেবপুর রাস্তার নির্মান কাজের উদ্বোধন
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুর রাস্তার নির্মান কাজের উদ্বোধন। নওগাঁর মহাদেবপুরে রবিবার ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা সদরের ঘোষপাড়া মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামুরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) এর মহাদেবপুর রাস্তার অংশের রিজিড পেভমেন্ট নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এর উদ্বোধন করেন।
জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সড়ক ও জনপদ অধিদপ্তর পত্নীতলা জোনের বিভাগীয় প্রকৌশলী মোজ্জামেল হক, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিয়া,রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান,খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা কাউছার হোসেন ও সোহাগ হোসেন প্রমুখ। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগ উদ্বোধনী সভার আয়োজন করেন।
১৮ কোটি টাকা বাজেটে এম ই ইন্জিনিয়ারিং নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এর বাস্তবায়ন করবেন।