মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। নওগাঁর মহাদেবপুর সড়ক দূর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর খামারবাড়ি মোড় নামক স্থানে সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই জিয়া জানান, মৃত ব্যক্তি মানষিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। রাতে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সকাল ৮ টায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে নওহাটা ফাঁড়ি পুলিশকে খবর দিলে ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হবে বলেও জানানো হয়।