মহাদেবপুরে স্কয়ার হাসপাতাল এন্ড ল্যাব এর উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
মহাদেবপুরে স্কয়ার হাসপাতাল এন্ড ল্যাব এর উদ্বোধন
নওগাঁর মহাদেবপুরে ‘মহাদেবপুর স্কয়ার হাসপাতাল এন্ড ল্যাব’ নামে একটি নতুন বেসরকারি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র নওগাঁ-নজিপুর ডাবলওয়ে পাকা সড়ক সংলগ্ন ঘোষপাড়ার মোড়ে এটির উদ্বোধন করা হয়। স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ এতে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সেখানে দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মুফতি মো: আব্দুস ছালামের মোনাজাত পরিচালনার মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আতিক হোসেন।
হাফেজ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক রায়হান আলী, পরিচালক গ্রাম ডাক্তার আব্দুর রাজ্জাক, বাদ কুরমইল মাদ্রাসার মোহতামিম মুফতি সুলতান মাহমুদ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মালেক, চক্ষু চিকিৎসক ডা.আনোয়ারম্নল ইসলাম মিঠু প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এই হাসপাতালের জন্য ২০ সয্যার অনুমোদন দেয়া হয়েছে। এখানে দেশের খ্যাতনামা ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখবেন। এছাড়া সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার চিকিৎসা সেবা দিবেন। এখানে অত্যাধুনিক অটোমেটিক মেশিনে সবরকম পরীক্ষা করা হবে। এছাড়া এখানে অটো টেবিলে সব ধরনের অপারেশন করা হবে।