মহাদেবপুরে শোবার ঘর থেকে চা দোকানির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
মহাদেবপুরে শোবার ঘর থেকে চা দোকানির লাশ উদ্ধার
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ নামে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২২ মার্চ) সকালে নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎ আলী (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর সানাপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
নিহতের ভাই রমজান আলী জানান, বিদ্যুৎ উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হাজী লুকুর ইলেক্ট্রিক দোকানের সামনে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করতেন। পারিবারিক কলহের জের ধরে ভোরে তিনি আত্মহত্যা করেন।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম আনো জানান, রাতে তারা স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ছাউনির বাঁশের সাথে তার স্বামীকে ঝুলতে দেখে তার মৃতদেহ নিচে নামান।
স্থানীয়রা অভিযোগ করেন যে, স্ত্রীর পরোকিয়ার জেরে বিদ্যুতের মৃত্যু হয়েছে। একটি নিচু ও দুর্বল বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া যায় কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এছাড়া একই ঘরে থাকলেও স্বামীর ফাঁস দেয়ার সময় স্ত্রী জানতে না পারার বিষয়টিও রহস্যজনক বলে তারা মনে করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের ভাই বাদী হয়ে এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।