মহাদেবপুরে শিম চাষে স্বাবলম্বী ‘রেজাউল’

- আপডেট সময় : ১২:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শিম চাষে স্বাবলম্বী কৃষক রেজাউল।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নাটশাল মাঠে গিয়ে দেখা যায় এক কৃষক শিম বাগানের পরিচর্যা করছেন। কাছে গিয়ে কথা হয় ওই শিম চাষির সাথে।
তিনি জানান সে উপজেলার নাটশাল গ্রামের আব্বাস আলীর ছেলে।
এসময় তিনি আরো বলেন শীত মৌসুমে তার দশ কাঠা জমিতে শিম চাষ করেছেন। এতে তার ৩৭ হাজার টাকা খরচ হবে বলেও জানান। উৎপাদনকৃত শিম কত টাকায় বিক্রি হবে জানতে চাইলে তিনি বলেন প্রায় ১ লক্ষ টাকার শিম বাজারে বিক্রি করতে পারবেন। আরো বলেন ধান সহ অন্যান্য যেকোনো কৃষি ফসল উৎপাদনের চেয়ে শিম চাষে অনেক লাভ। তাই তিনি উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ক্রমে শিম চাষের উদ্যোগ নেন। এখানে তিনি সফল হয়েছেন বলেও জানান। আগামী দিনে আরও শিম চাষ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে শিম চাষে রেজাউলের সাফল্যে এলাকার অনেক কৃষক তাকে অনুসরণ করে আগামীদিনে শিম চাষে উদ্বুদ্ধ হবেন বলেও জানা যায়।
এ ব্যাপারে নাটশাল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেওয়ান আব্দুল মোমিন জানান রেজাউল তার কাছ থেকে শিম চাষে কি কি কীটনাশক, সার ব্যবহার করতে হবে তার জন্য সব সময় পরামর্শ নিয়েছেন। কিভাবে পরিচর্যা করতে হবে তার জন্যও পরামর্শ নিয়েছেন। তিনিও তার সাধ্যমত পরামর্শ দেয়ার চেষ্টা করেছেন। রেজাউল সাফল্য লাভ করেছেন শুনে তিনি খুব খুশি। আগামী দিনে প্রতিটি কৃষক সবজি চাষে উদ্বুদ্ধ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।