মহাদেবপুরে ব্যবসায়ীরকে মারপিট করে চাঁদা চাওয়ায় অভিযোগ
- আপডেট সময় : ১০:২০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৫৯৬ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বালু ব্যবসায়ীরকে মারপিট করে চাঁদা চাওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা সদরের হঠাৎপাড়া এলাকার আবু ইউসুফ মাসুদ বিল্লাহর স্ত্রী ঝর্ণা আক্তার শনিবার রাতে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাসুদ বিল্লাহ দীর্ঘদিন থেকে আত্রাই নদীর তীরে বালুর ব্যবসা করে আসছেন। সেখানে নিয়মিত এলাকার চাঁদাবাজরা চাঁদা চেয়ে আসছিলেন। মাসুদ বিল্লাহ দিতে অস্বীকার করায় গত ১৩ অক্টোবর রাত ৮ টায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কুমিরদহ বরেন্দ্র ডিপ সংলগ্ন বাঁধের কাঁচা রাস্তার উপর ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা ইউনিয়নের মহিনগর গ্রামের আনোয়ার হোসেন আলোয়ার পুত্র কাউসারের নেতৃত্বে একই গ্রামের মৃত মিরাজের পুত্র আশরাফুল, কুমিরদহ গ্রামের সুশীল দেবনাথ এর পুত্র সেমন্ত, মজিবরের পুত্র মোস্তাফিজুর ও মুগরইল গ্রামের চেলির পুত্র সঞ্জয় কুমার সহ আরো অজ্ঞাত দুই -তিনজন হাতে হাসুয়া, লোহার রড, লাঠি নিয়ে তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপক রক্তাক্ত হয়। চোখের পাতায় মারাত্মক জখম হন। সাথে সাথে তার আত্মচিৎকারে বালুর পয়েন্টে থাকা জুয়েল, প্রেমলাল ও সোহেল সহ এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার চোখের পাতায় চারটি সেলাই দেয়া হয়। বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন খুব দ্রুত অনুসন্ধানী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।