মহাদেবপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময়
- আপডেট সময় : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
মহাদেবপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময়
নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার ২৭ আগস্ট বেলা ১১ ঘটিকায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল ইসলাম,উত্তরগ্রাম আখতার হামিদ সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম প্রমুখ।
সভার সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুর রহমান আতিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিনুল হক সহ অন্যান্য ছাত্রনেতারা।