সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে বাড়ি দখলের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি জবর দখলের অভিযোগ করা হয়েছে।
উপজেলা সদরের মৃত ইয়াছিন হোসেন আনসারীর ছেলে গোলাম মাসুদ আনসারী অভিযোগ করেন যে, মহাদেবপুর উপজেলা সদরের শহীদ মিনারের পিছনে আত্রাই নদীর বাঁধ সংলগ্ন তার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। গত ৮ অক্টোবর সন্ধ্যায় ওই এলাকার মৃত আবুল কাসেমের ছেলে তারিকুল ইসলাম মামুন তার লোকজন নিয়ে টিনের চালা ভেঙ্গে ওই জায়গা জবর দখল করে সেখানে প্রচুর খড়ি স্তুপ করে রাখে। খবর পেয়ে মাসুদ সেখানে গেলে প্রতিপক্ষরা তাকে হত্যার হুমকি দেয়।
মাসুদ এব্যাপারে মহাদেবপুর থানায় গত ৯ অক্টোবর সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন।
থানার এসআই সাইফুল ইসলাম জানান, উভয় পক্ষের কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।###