মহাদেবপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাকিলের দায়িত্ব গ্রহন
- আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ৫১ বার পড়া হয়েছে
মহাদেবপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাকিলের দায়িত্ব গ্রহন
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাকিলের দায়িত্ব গ্রহ। নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়।
৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান বকুল ও নব নির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম মাহমুদ, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও আনোয়ার হোসেন প্রমুখ।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ডের ২য় বারের নির্বাচিত ইউপি সদস্য আতিকুর রহমান মুনু।
এসময় মহাদেবপুর সদর ইউনিয়নের নব নির্বাচিত সদস্য ও সদস্যা,ইউপি সচিব গোলাম রাব্বানী ও গ্রাম পুলিশগন উপস্হিত ছিলেন।
এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল উপস্হিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন। এছাড়া সদর ইউপি সদস্য ও সদস্যারা সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেন।
শেষে প্যানেল চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।