মহাদেবপুরে নব নির্বাচিত আ’লীগের সভাপতি সেলিম এমপি কে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৯:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৪০ বার পড়া হয়েছে
মহাদেবপুরে নব নির্বাচিত আ’লীগের সভাপতি সেলিম এমপি কে ফুলেল শুভেচ্ছা
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে নব নির্বাচিত আ’লীগের সভাপতি সেলিম এমপি কে ফুলেল শুভেচ্ছা। নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে উপজেলার চেরাগপুর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,পরপর দুই বারের সভাপতি ও এমপি, সৎ যোগ্য, তাগী, আধুনিক মহাদেবপুর গড়ার কারিগর, বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক,জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা ভাজন,দীর্ঘ সময়ের সফল আওয়ামী লীগের নেতৃত্ব আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে তার গ্রামের বাড়ির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁন্দাশ ইউনিয়ন শাখার সাবেক সহ সাধারন সম্পাদক ও উপজেলায় ২০০৯ সালে একমাত্র জয় বাংলা টি ষ্টোল নাম করনের রুপকার,তরুন সমাজ সেবক,সৎ ও নীতিবান,সকলের স্হেন ভাজন রায়হান জামিল বিদুৎ।
এ সময় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম উপস্থিত নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে তার আত্নার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য গত ১৩ মার্চ বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার ত্রি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।