মহাদেবপুরে তেল জাতীয় সফল কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
মহাদেবপুরে তেল জাতীয় সফল কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে রবিবার ৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাসুদুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেল জাতীয় প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. আব্দুল আজিজ, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রামানিক ও মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামছুল ওয়াদুদ এতে সভাপতিত্ব করেন।
শেষে জেলার ৫টি উপজেলার ১২৫ জন সফল কৃষকদের মধ্য থেকে ৫জনকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার প্রাপ্ত কৃষকেরা হলেন, মিজানুর রহমান (আত্রাই), নুরুল ইসলাম (রানীনগর), মাহবুব আলী (মান্দা), আইয়ুব হোসেন (মহাদেবপুর) ও ময়েন উদ্দিন (বদলগাছী)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।