মহাদেবপুরে জোর করে ধান কাটার অভিযোগ
- আপডেট সময় : ০৮:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জোর করে ধান কাটার অভিযোগ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আলহাজ্ব দিল মোহাম্মদ এর পুত্র নজরুল ইসলাম মুন্টু এ অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন তার বাবার ওয়ারিশ মূলে প্রাপ্ত লক্ষ্মীপুর মৌজার ৫৭ নং খতিয়ানের ১১৭৭ নং দাগে ৫২ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন।
তিনি আরো অভিযোগ করে বলেন তার প্রাপ্ত জমিতে লাগানো ধান গত ১ জানুয়ারি লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, আমিনুর রহমান, আল মামুন, মৃত খফিরের পুত্র গেদু ও লিটন, মৃত তছিরের পুত্র বাবলু, তার পুত্র গোলজার, হানিফের পুত্র হারুন, উপজেলার খাজুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র রানা, উপজেলা সদরের ঘোষ পাড়া গ্রামের মৃত জমিরের পুত্র জয়নাল সহ একদল সন্ত্রাসীরা তার জমিতে লাগানো ধান কেটে ফেলে।
তিনি অসহায় ও দুর্বল হওয়ায় সে সময় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। যার নং ২৩পি/২১। তারিখ ৭/১/২০২১।
এ মামলা চলমান থাকা অবস্থায় উপরুক্ত আসামিরা পুনরায় ১০ নভেম্বর গভীর রাতে আবারো ধান কেটে নিয়ে যায়। সে প্রতিকার চেয়ে ন্যায় বিচারের দাবি জানান।
এ ব্যাপারে মহাদেবপুর থানার (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।