মহাদেবপুরে জেল হত্যা দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহ মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাতাজী রোডে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষক লীগ সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পি, সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, যুগ্ম আহবায়ক ওয়াসিম আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারন সম্পাদক তনু কুমার দেব প্রমুখ এতে নেতৃত্ব দেন।