মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে দক্ষ যুবর সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও যুব চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের মাঝে চেক বিতরণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মণ্ডল প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, আত্মকর্মী আরিফা খানম, বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
শেষে ২৫ জন গবাদী পশু পালন, হাঁস মুরগী পালন ও মৎস্য পালনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে একটি বিশাল যুব শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।